SSC Short Syllabus

এসএসসি বাংলা দ্বিতীয় পত্র শর্ট সিলেবাস 2023 [Bangla 2nd Paper Short Syllabus 2023]

এসএসসি বাংলা দ্বিতীয় পত্র শর্ট সিলেবাস 2023

2023 সালের এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাস সম্পন্ন হবে। এই সালের পরীক্ষার্থীদের প্রত্যেকটি অধ্যায়ে যেহেতু সর্টস সিলেবাস করে দেওয়া হয়েছে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও একই নিয়ম করা হয়েছে। বাংলা দ্বিতীয় পত্রের 2022 শর্ট সিলেবাসটি আমরা আজ আলোচনা করবো আমাদের এই আর্টিকেলে। এই মহামারী করোনার জন্য শিক্ষাব্যবস্থা উলটপালট হয়ে গেছে এবং সেইজন্য অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়েছে এক্ষেত্রে বাংলাদেশরও একই দশা। এক্ষেত্রে বাংলাদেশের শিক্ষাক্রম বোর্ড যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন সেটি হল যে বাংলাদেশের এসএসসি এবং সেই সমমানের পরীক্ষা গুলো 50% কমিয়ে কার্যক্রম শুরু করবে এক্ষেত্রে আগে 100 মার্কের পরীক্ষা এর জায়গায় এখন শুধু 50 মার্কের পরীক্ষা পরীক্ষা নেয়া হবে। এক্ষেত্রে আপনি যদি এসএসসি পরীক্ষার্থীদের শর্ট সিলেবাস সম্পর্কে জানতে চান কিংবা এসএসসি পরীক্ষা 2023 এর বাংলা দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনি জানতে পারবেন তাই শেষ পর্যন্ত আমাদের পোস্টটি পড়ুন।

চলুন এখন জেনে নিই এই শর্ট সিলেবাস বাংলা দ্বিতীয় পত্র কিভাবে আপনি পেতে পারেন। আমরা এখন সেই সম্পর্কে জানাতে যাচ্ছি।

আপনারা যারা এসএসসির 2023 পরীক্ষা এর জন্য বাংলা দ্বিতীয় পত্র সিলেবাস খুঁজছেন তাদের জন্য আমরা জানিয়ে রাখি যে আপনারা আমাদের এই আর্টিকেলে চোখ রাখার মাধ্যমে এসএসসি 2023 পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস টি পেতে পারেন। এটি আপনারা পাবেন পিডিএফ ফাইল আকারে এই জন্য আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং সেখানে পিডিএফ ফাইল আকারে দেওয়া থাকবে সেখান থেকে আপনি আপনার মোবাইলে সংগ্রহ করতে পারেন। এবং এটি আপনারা পেতে পারেন সম্পূর্ণ ফ্রিতে এখানে কোন খরচের প্রয়োজন হয় না তাই এটি একটি খুশির বিষয় আপনার জন্য।

আপনাকে যা যা করতে হবে এই শর্ট সিলেবাস টি সংগ্রহ করার জন্য সেগুলো হলো:

১.আপনাকে প্রথমে আমাদের এই আর্টিকেলটি সম্পূর্ণভাবে পড়তে হবে এবং শেষ পর্যন্ত চোখ রাখতে হবে।

২. তারপর আপনাকে খুঁজতে হবে কোথায় পিডিএফ ফাইল এসএসসি পরীক্ষা 2023 এর বাংলা দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাসটি রাখা আছে। 

৩. আপনি সিলেবাসটি খুঁজে পেলে তারপর সেখানে ক্লিক করতে হবে এবং গুগোল ড্রাইভ এর মাধ্যমে আপনি এটি আপনার ফোনে সংগ্রহ করতে পারেন তারপর এটি আপনার ফোনের ফাইলে থাকবে সেখান থেকে আপনি বের করে নিয়ে 2023 সালের এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র সিলেবাস এ কি কি রয়েছে সেগুলো আপনি জানতে পারবেন।

 

এসএসসি 2023 পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস ও নম্বর বন্টন 

এসএসসি 2023 পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসে দাদা থাকবে সেগুলো আমরা এখন তুলে ধরব চলুন সে দিকে অগ্রসর হই। প্রথমেই আমাদের জানতে হবে যে মহামারীর আগে এসএসসি পরীক্ষার্থী কিভাবে পরিচালিত হচ্ছে এবং এর মানবন্টন কিভাবে ছিল তারপরে আমরা পরবর্তীতে কিভাবে এই পরীক্ষাটি নেওয়া হবে সে সম্পর্কেও জানবো এবং এর মানবন্টন সম্পর্কে জানব। আগে সাধারণত বাংলা দ্বিতীয় পত্র টি নেওয়া হতো ১০০ মার্কের উপর ভিত্তি করে। যেখানে ৭০ নম্বর থাকত শুধুমাত্র নির্মিতি অংশে। এবং বাকি ৩০ মার্ক থাকতো ব্যাকরণ অংশ অর্থাৎ ৭০ মার্কের জন্য আপনাকে যে বিষয়গুলো পড়তে হতো সে বিষয়গুলো সাধারণত রচনা ভাব-সম্প্রসারণ সারাংশ সারমর্ম ইত্যাদি। এবং ৩০ মার্কস তো সাধারণত নৈব্যক্তিক এর মাধ্যমে এর প্রতিটি নৈবিত্তিক এর মান ছিল এক, সেখানে ৩০ টি নৈব্যক্তিক এর মধ্যে ৩০ টিরই উত্তর করতে হত এবং এর জন্য পড়তে হতো ব্যাকরণ অংশ সাধারণত ভাষা ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, ণত্ব বিধান ষত্ব বিধান, সন্ধি, সমাস ইত্যাদি।
শর্ট সিলেবাস বাংলা দ্বিতীয় পত্র এর জন্য যা যা পরিবর্তন করা হয়েছে সেগুলো নিচে দেওয়া হল,
এবং পরবর্তীতে জাতীয় শিক্ষাক্রম এবং শিক্ষকগণ যে সিদ্ধান্তে উপনীত হয়েছে সেটি হলো তারা ৫০% কমিয়ে এনেছে সেখানে ৩৫ নম্বরের নির্মিত অংশ এবং বাকি ১৫ অংশ থাকবে ব্যাকরণ থেকে।

2023 সালের এসএসসি পরীক্ষার পত্রের শর্ট সিলেবাসে ৩৫নম্বর নির্মিতি অংশে যা যা থাকবে এবং যা যা পড়তে হবে চলুন সে সম্পর্কে জেনে নিই

*এখানে কিছু ভাগ রয়েছে যেখান থেকে প্রশ্ন করা থাকবে যেমন পারিভাষিক শব্দ থেকে এবং অনুবাদ থেকে যে প্রশ্ন করা থাকবে সে দুইটির মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে আপনার নিজের ইচ্ছামত। সেখানে আপনি যে উত্তরটি দিবেন সেই উত্তরটির জন্য সেখানকার মান দেওয়া থাকবে ৫

* এবং পরবর্তীতে আপনি করছিলে দেখতে পাবেন যে প্রতিবেদন এবং আবেদনপত্র থেকে প্রশ্ন করা থাকবে একটি একটি করে সেখানকার ২ টি প্রশ্নের মধ্যে অথবা থাকতে আপনি সেই দুটি প্রশ্নের মধ্যে আপনার নিজের ইচ্ছামতো যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে পারবেন।

* সংলাপ থেকেও প্রশ্ন আসবে এবং ক্ষুদে গল্প থেকে প্রশ্ন আসবে সেখান থেকে একটি একটি করে মোট দুটি প্রশ্ন আসবে দুইটির মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে আপনার একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে থাকবে সেটি হবে ১০ আপনি যদি সঠিকভাবে সেই প্রশ্নটির উত্তর দিতে পারেন তাহলে আপনাকে ১০ মার্ক দেওয়া হবে।

2023 সালের এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশ যেখানে 35 মার্ক দেওয়া থাকবে সেখানে আর কি কি দেওয়া থাকবে এবং কি কি পড়তে হবে সেটি আমরা উপরোক্ত আলোচনা করলাম এবং এখানে এখানে আমি আরো ভালোভাবে স্পষ্ট ভাবে বলে রাখি যে আপনাকে যে বিষয়গুলো গুরুত্বসহকারে পড়তে হবে সে বিষয়গুলো হল রচনাংশ সেই রচনা অংশে থাকবে একটি প্রতিবেদন খুদে গল্প পারিভাষিক শব্দ আবেদনপত্র ইত্যাদ। এগুলো আপনাকে ভালোভাবে পড়ে যেতে হবে এবং এখান থেকে প্রশ্ন আসবে। উপরোক্ত বিষয়গুলো ভালভাবে পড়ে গেলে আপনি নিশ্চিত একটি ভাল ফলাফল নিতে পারবেন বলে আশা করা যায়।

এসএসসি  বাংলা দ্বিতীয় পত্র শর্ট সিলেবাস 2023 নৈবেত্তিক অংশ 15 মার্ক।

এখানে আপনি যা যা পাবেন পাবেন এবং যা যা পড়তে হবে সে বিষয়ে সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। চলুন তাহলে শুরু করি।
এখানে আপনি 15 মার্ক এর উত্তর করতে পারবেন এবং এই ১৫ মার্ক থাকবে শুধুমাত্র নৈবেত্তিক আকারে সেই নৈবেত্তিক আকারে আপনাকে যে বিষয়গুলো পড়তে হবে সে বিষয়গুলো থাকলে ব্যাকরণ অংশে বাংলা দ্বিতীয় পত্র বোর্ড বইয়ের যে ব্যাকরণ অংশে যে বিষয়গুলো আছে সাধারণত সমাসে সন্ধি ণত্ব বিধান ষত্ব বিধান এগুলো আপনাকে সুন্দরভাবে দেখতে হবে এবং এখান থেকে প্রশ্ন আসবে।

উপসংহারঃ

আজ আমাদের ওয়েবসাইটে এসএসসি বাংলা ২য় পত্র সিলেবাস 2023 প্রকাশিত করা হয়েছে।   আপনি ৫৫ মার্ক এর উপর পরীক্ষা দিতে পারবেন। এটি পরীক্ষার্থীদের জন্য একটি সুখবর যে ১০০ পার্সেন্ট থেকে ৫০ পার্সেন্ট কমিয়ে এনে পরীক্ষাটি নেওয়া হচ্ছে। আশা করি এই বছরের অর্থাৎ ২০২৩ সালের এসএসসি পরীক্ষা ও সমমানের পরীক্ষাগুলোর পরীক্ষার্থীরা একটি ভালো ফলাফল উপহার দিবে। তাই আপনি যদি এ সম্পর্কে আরও বিশদ কিছু জানতে চান তাহলে উপরোক্ত চোখ রাখুন কারন উপরে বিশদভাবে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

recent-result

Hi Friend, this website is fully make for updated result. So i hope you enjoy our website

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button